বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতাকর্মীরা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মুক্তি দেওয়া হলেও সাত মাস পেরিয়ে গেলেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাবন্দী। এটি দলের জন্য বেদনাদায়ক এবং রাজনৈতিক বৈষম্যের উদাহরণ। অবিলম্বে তার মুক্তি দিতে হবে এবং জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। এই জুলুম বন্ধ না হলে, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সম্পাদক বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, অ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্য নেতারা।
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও পূর্ব শাখার সভাপতি আশিকুজ্জামান সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন।
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দড়াটানা, গাড়িখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।