যশোর জেলা বিএনপির কাউন্সিল-২০২৫ এর জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে তিনজন বৈধ প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন। তারা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক মারুফুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান। সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী দেলোয়ার হোসেন খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন বৈধ প্রার্থী হিসেবে মনোনিত হয়েছে। তারা হলেন, শহিদুল বারী, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ও কাজী আজম।
নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট ইসহাক, সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সাইফুল ইসলাম সজল, ডাঃ এস. এম. রবিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অ্যাডভোকেট ইসহাক জানান, মনোনয়নপত্র যদি কেউ প্রত্যাহার না করে তাহলে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।