Wednesday, March 26, 2025

সভাপতি পদে নার্গিস বেগমকে চেয়ে অনশনের ডাক

যশোর জেলা বিএনপির সভাপতি পদে নার্গিস বেগমকে চেয়ে অনশনের ডাক দিয়েছে নেতাকর্মীরা। সকাল থেকেই যশোর জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম শুরু হয়। দুপুর একটা পর্যন্ত এ মনোনয়ন ফরম বিতরন করা হয়। তবে, কতজন মনোনয়ন ফরম কিনেছেন ও কারা কারা কিনেছেন সে বিষয়ে বিস্তারিত সন্ধা সাতটায় জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যরা। জানা গেছে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলামসহ চারজন ফরম কিনেছেন। সভাপতি পদেও কয়েকজন মনোনয়ন ফরম কিনেছেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে। এদিকে, সভাপতি পদে একমাত্র যোগ্য প্রার্থী দাবি করে বর্তমান আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমকে সভাপতি পদে দেখতে চাচ্ছেন। কিন্তু তিনি এ পদে থাকতে রাজি হচ্ছেন না। ফলে সকাল থেকে তার বাড়িতে নেতাকর্মীরা জড় হয়ে ফরম কেনার অনুরোধ জানান। কিন্তু তিনি এখনও পর্যন্ত রাজি হননি। পরে তার ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত রাড়ির সামনে নেতাকর্মীদের অনুরোধ জানালে নেতাকর্মীরা বাড়ি থেকে বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
নেতাকর্মীরা দাবি করছেন, অধ্যাপক নার্গিস বেগমকে তারা সুখে দুখে কাছে পেয়েছেন। তার নেতৃত্বে বিএনপি কঠিন দু:সময় পার করেছে। এখনো তাদের দাবি পুরণ হয়নি। যতদিন পর্যন্ত তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবি পুরন না হবে ততদিন তার নেতৃত্বেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকতে চান বলে দাবি জানান। সিনিয়র নেতাদের কেউ কেউ বলেন, তাকে না পেলে আমরণ অনশনের ডাক দেয়া হবে। অন্যদিকে, বিএনপির একটি সূত্র জানায়, নতুন নেতৃত্বকে সামনে এগিয়ে আনতে এবং দলের বৃহত্তর স্বার্থেই তিনি সভাপতি পদে থাকতে রাজি হচ্ছেন না। এছাড়া বিষয়টি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জানিয়েছেন। তবে, কেন্দ্রীয় নেতারাও নার্গিস বেগমকে এ পদে মনোনয়ন ফরম সংগ্রেহের অনুরোধ জানিয়েছেন বলে বিএনপির আরেকটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে ফরম কিনতে আসেন প্রার্থীরা। প্রার্থীদের উপস্থিতিতে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফরম সংগ্রহের জন্য সব পদপ্রার্থীকেই নির্ধারিত ফি জমা দিতে হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫০ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা বিএনপি’র কার্যালয়ে হাজির রয়েছেন নির্বাচন কমিশন বোর্ডের সদস্যরা। এছাড়াও, ভোটার তালিকা সংগ্রহের জন্য ৫ হাজার টাকা জমা দিতে হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্যতা নিশ্চিত করতে কিছু শর্ত রাখা হয়েছে, যার মধ্যে উপজেলা বা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্য হওয়া বাধ্যতামূলক। অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা বা পৌর পর্যায়ের নেতা হলে তাদের পদত্যাগপত্র জমা দিতে হবে। আজ সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। একই সময়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ ফেব্রুয়ারি যশোরের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন আহবায়ক এডভোকেট মোঃ ইসহক, সদস্য এ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এনএম রবিউল আলম, সাংবাদিক সাইফুল ইসলাম সজল।

নির্বাচন কমিশনের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সজল গ্রামের কাগজকে জানান, তিন পদের বিপরীতে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। মনোনয়ন ফরম জমা নিয়ে তা যাচাই বাছাই শেষে সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর