Wednesday, March 26, 2025

যশোরে গোল্ডেন লাইন বাস দুর্ঘটনায় আহত ৫,  চিকিৎসাধীন ২

ঢাকা থেকে যশোরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল দিবাগত রাতে (১৯ ফেব্রুয়ারি) যশোরের হাশিমপুর বাজারের সামনে পৌঁছালে ব্রেক ফেল করার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

ড্রাইভার যশোরের বাঘারপাড়া উপজেলার বাশুয়ারী গ্রামের মৃত আ: হাসানের ছেলে রিপন হোসেন
ছবি: ড্রাইভার রিপন হোসেন

দুর্ঘটনায় বাসের ড্রাইভার, হেলপারসহ পাঁচজন যাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে গেছেন। তবে গাড়ীর ড্রাইভার যশোরের বাঘারপাড়া উপজেলার বাশুয়ারী গ্রামের মৃত আ: হাসানের ছেলে রিপন হোসেন (৪২) ও হেলপার মাদারীপুর জেলার নাদির হোসেনের ছেলে নাজমুল (৬০) গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাসের চালক রিপন হোসেন জানান, হঠাৎ বাসটির একটি চাকার ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর