মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু তাইয়েদ খান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নের ভরাঘাটা এলাকার
নিহত তাইয়েদ সৌদি প্রবাসী সুমনের পূত্র স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সোবহান খান এর নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে একত্রে দুপুরের খাবার খেয়ে দাদার দোকানের দিকে যায় তাইয়েদ। এ সময় দাদা সোবাহান খান দোকানে ঘুমিয়ে ছিলেন। সবার অজান্তে শিশুটি খেলা করতে করতে দোকানের পাশে খালে পড়ে যায়।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলে পর দোকানের পাশের খালের চরে শিশুটির লাশ পাওয়া যায়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।”