Wednesday, March 26, 2025

শার্শার দাখিল মাদ্রাসায় জাল সার্টিফিকেটে নিয়োগ, সাবেক সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

যশোর জেলার শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরি নেয়ার অভিযোগে সাবেক দুই সভাপতিসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শার্শার কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুস এ মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী রুহিন বালুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন— মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ ও হাসান ফিরোজ আহম্মেদ, সহকারী সুপার ফজলুল হক, সহকারী মৌলভী মেহেদী হাসান, সহকারী কৃষি শিক্ষক জাকির হোসেন, পরিচ্ছন্ন কর্মী আব্দুল হান্নান ও আয়া ফাতেমা খাতুন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রহুল কুদ্দুস ২০১১ সালের ৮ আগস্ট থেকে ২০১৬ সালের ৮ আগস্ট পর্যন্ত কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসাটি তার ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় তিনি নিয়মিত পরিদর্শন করতেন। এক পর্যায়ে তিনি দেখতে পান, আসামিরা জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরিতে যোগদান করেছেন। তিনি মাদ্রাসার তৎকালীন সভাপতিকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে বললেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এনিয়ে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় ব্যক্তি লিটনের মধ্যস্থতায় বিরোধ মীমাংসার জন্য সালিস বসে। সালিসে আসামিরা বাদীকে এক লাখ টাকা দেয়ার প্রস্তাব করেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। মীমাংসা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।

বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর