শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যশোরের চৌগাছায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হবিবর রহমান হবি, নুরুল কদর ও মোমিনুর রহমান।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন। সভায় স্কুল-কলেজের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আসন্ন ২১ ফেব্রুয়ারি দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয় এবং কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করা হয়।