Wednesday, March 26, 2025

সনাক যশোরের সভাপতি হলেন অধ্যক্ষ পাভেল চৌধুরী

সনাক যশোরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ পাভেল চৌধুরী। সহসভাপতি (নারী) পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামরুন্নাহার কমা এবং সহসভাপতি (পুরুষ) পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। মঙ্গলবার বিকেলে সনাক যশোর অফিসে অনুষ্ঠিত গোপন ব্যালট ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। সনাক সদস্য ড. মুস্তাফিজুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি পাভেল চৌধুরী ২০২২ সাল থেকে সনাকের সাথে যুক্ত আছেন। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গবেষণা ও পরিবেশ বিষয়ক লেখালেখির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

সহসভাপতি (নারী) অ্যাডভোকেট কামরুন্নাহার কমা যশোর জেলা ও দায়রা জজ আদালতের একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি ব্লাস্ট, ব্র্যাকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছেন।

সহসভাপতি (পুরুষ) অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু একই আদালতের একজন অ্যাডভোকেট। তিনি সুরধুনি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা।

নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। তবে এক বছর পর সনাক সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী দুই বছরের মেয়াদ বহাল থাকবে।

বিদায়ী সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া, বিদায়ী সহসভাপতি নওশাদ বানু ও প্রধান নির্বাচন কমিশনার ড. মুস্তাফিজুর রহমান নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর