সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির যশোর জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে মঞ্চ সরব হয়ে ওঠে। বক্তাদের মধ্যে ছিলেন কামরুজ্জামান বাপ্পি, মোস্তফা আমীর ফয়সল, রাশেদা রহমান, আনাছারুল হক রানা, এম তমাল আহম্মদ, তানিয়া রহমান, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, আবুল হাসান বহির, ফারাজী মতিয়ার রহমান এবং মারিফুল ইসলাম।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা ব্যানার, ফেস্টুন এবং দলের প্রতীকসংবলিত পোশাক পরে দলে দলে সমাবেশস্থলে আসেন। দুপুরের আগেই টাউন হল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং চারদিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিএনপির নেতারা দাবি করছেন, এই বিপুল সমাগম প্রমাণ করছে যে জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির আন্দোলনের পাশে রয়েছে। প্রধান বক্তা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।
(বিস্তারিত আসছে…)