Wednesday, March 26, 2025

নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণ ও আটককৃতের জামিন দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি ষড়যন্ত্রমূলক হত্যা মামলার প্রতিবাদে এবং আটককৃত আলম শেখের জামিনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার শেখাহাটি ইউনিয়নের শেখপাড়া এলাকায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শওকত আলী খান, অলিয়ার রহমান, সালাম শেখ, রাজু, নাসিমা খাতুন, মোমেনা বেগম, আসমা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ১৬ আগস্ট দেবভোগ মাঠে পাটকাটা নিয়ে সংঘর্ষ হয়। একই দিনে মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের গুচ্ছগ্রামের সড়কে রাধা বল্লবের জামাই প্রকাশ হালদারের ইজি ভ্যান ও আলম শেখের ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাধা বল্লব (৭৮) রাস্তার পাশে পড়ে মাথায় আঘাত পান এবং পরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনাকে কেন্দ্র করে দেবভোগ গ্রামের দুর্লভ বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস বাদী হয়ে ষড়যন্ত্রমূলকভাবে তিন গ্রামের ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দুই বছর ধরে কারাগারে থাকা আলম শেখ এখনও জামিন পাননি। তদন্তের পর পুলিশ ১০ জনের নাম বাদ দিয়ে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তবে বাদী সুফল বিশ্বাস এই চার্জশিটের বিরোধিতা করে নারাজি দিয়েছেন।

মানববন্ধনে মোমেনা বেগম বলেন, “আমার দুই ছেলের বউ তখন গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি মনিরামপুর ও অভয়নগরে ছিলেন। অথচ তাদেরও আসামি করা হয়েছে। আমরা সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আটক আলম শেখের জামিন চাই।”

এ বিষয়ে চার্জশিট প্রদানকারী তদন্ত কর্মকর্তা এসআই নরোত্তম বিশ্বাস জানান, “আমরা তদন্ত করে যেটার সত্যতা পেয়েছি সেটাই চার্জশিটে অন্তর্ভুক্ত করেছি। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে।”

বাদী সুফল বিশ্বাস বলেন, “আসল আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। তাই আমি নারাজি দিয়েছি। মিথ্যা না, আমি সঠিক মামলা করেছি।”

মানববন্ধনকারীরা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর