Wednesday, March 26, 2025

তিস্তা রক্ষা আন্দোলন কমিটির পদযাত্রা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। উত্তরাঞ্চলের পাঁচ জেলায় ১১টি পয়েন্টে একসঙ্গে শুরু হওয়া এই গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে। কর্মসূচি উপলক্ষে তিস্তাপাড়ে হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে, যারা ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন।

এদিকে, গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান, জনতার সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি। রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু-সংলগ্ন পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আন্দোলনে অংশগ্রহণকারী জনগণের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্যা আদায় বাংলাদেশের উত্তরের পাঁচ জেলার দুই কোটি মানুষের জীবনমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিস্তাপাড়ের মানুষ দাবি করেছেন, ভারতের একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার কারণে বাংলাদেশের তিস্তাপাড়ে সাম্প্রতিক সময়ে বন্যা ও ক্ষতির পরিমাণ বাড়ছে। তারা তিস্তা নদীর সুরক্ষা এবং পানির ন্যায্য হিস্যার জন্য সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ আন্দোলনের মাধ্যমে তিস্তার পানি নিয়ে বৈষম্যের বিষয়টি আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্য রয়েছে। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির নেতারা নিশ্চিত করেছেন, আগামী দিনগুলোতেও তারা এ দাবিতে আরও শক্তিশালী কর্মসূচি পালন করবেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর