রাজধানীর উত্তরায় রিকশাকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার (গতকাল) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। হামলাকারী দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে চালানো একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালক প্রতিবাদ জানান। পাশে থাকা এক দম্পতিও প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তাঁরা আরও কয়েকজনকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে দম্পতির ওপর হামলা চালায়।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বলেন, ‘হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী। তাঁরা গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য বলে জানা গেছে।’