যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর পশ্চিমপাড়ার জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, একই গ্রামের মৃত ইউসুফ খাঁর ছেলে মিন্টু হোসেন , শহিদুল ইসলামের ছেলে শাহাদৎ হোসেন , মৃত আলম খাঁর ছেলে শফিকুল ইসলাম , মৃত বাবু খাঁর ছেলে বাবলু খাঁ , তোফাজ্জেল খাঁর ছেলে আমিনুর খাঁ এবং মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে জসিম উদ্দিন বিশ্বাস । এছাড়া অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে জাহাঙ্গীর হোসেন উল্লেখ করেছেন, ওই গ্রামে আসামি জাসিমের বাড়ির সামনে তার একটি দোকান আছে। ওই দোকান উচ্ছেদ করার জন্য আসামিরা প্রায় সাময় তাকে হুমকি ধামকি দিতো। গত ৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিনি তার জমিতে পাঁকা দোকান তৈরীর চেষ্টা করছিলেন। সে সময় আসামিরা তাকে বাঁধা দেয়। তারা বাঁশের লাঠি, লোহার রড, জিআই পাইপ দিয়ে তার ওপর আক্রমন করে। তাকে মারপিটে জখম করে। তার দোকানের সার্টার ভেঙ্গে দেয়। এবং দোকানের শোকেজে রাখা দুই লাখ টাকা চুরিকরে নেয়। ঘটনার সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।