যশোরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও তিন জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঝিকরগাছার বোধখানা পশ্চিমপাড়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে মেহের আলী, মল্লিকপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, অভয়নগর উপজেলা চলিশিয়া গ্রামের আব্দুস সাত্তার সানার ছেলে জাহিদুজ্জামান। সোমবার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।