যশোরে ভূমি কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছে মাসুদুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে সহকারী ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে এই টাকা দাবি করেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, তিনি সম্প্রতি তার বাড়িতে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। সোমবার সকালে ০১৯১১২৩২২৭১ নম্বর থেকে তার মোবাইল নম্বরে (০১৯২৬১২৭২৩৫) কল করে ভবন নির্মাণের কাজ বন্ধ করতে বলা হয়। ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে যশোর সহকারী কমিশনার (ভূমি) অফিসের জুনিয়র ল্যান্ড অফিসার পরিচয় দেন মাসুদুর রহমান। তিনি বলেন, যদি ওই জমিতে বাড়ি নির্মাণ করতে হয়, তবে তাকে দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে। এই হুমকির কারণে জাহাঙ্গীর আলম ভয় পেয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ রেখেছেন।
পরবর্তীতে একইদিন সন্ধ্যায় অভিযুক্ত মাসুদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি পুনরায় নিজেকে এসি ল্যান্ড অফিসের জুনিয়র ল্যান্ড অফিসার বলে পরিচয় দেন। তবে এ বিষয়ে জানতে চাইলে মাসুদুর রহমান দাবি করেন, তার কাছে একটি অভিযোগ এসেছে এবং তিনি তা তদন্ত করে এসি ল্যান্ড অফিসে রিপোর্ট প্রদান করবেন।
এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার অফিসের সিনিয়র কর্মকর্তা মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাদের অফিসে মাসুদুর রহমান নামে কোনো কর্মকর্তা বা কর্মচারি নেই। এটি প্রতারণার একটি ঘটনা হতে পারে।”
ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অনুরোধ, প্রতারণার এই ঘটনায় যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন।