Monday, April 21, 2025

যশোর জেলা বিএনপির কাউন্সিল-২০২৫: তফসিল ঘোষণা

যশোর জেলা বিএনপি’র কাউন্সিল-২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপের সময়সূচি ও শর্তাবলী নির্ধারণ করেছে জেলা বিএনপি।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর আগামীকাল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান ১৯ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। একই দিনে সন্ধ্যা ৭টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত করা হয়েছে।

যশোরের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ হবে আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে এবং ফলাফল প্রকাশ করা হবে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ত্রিশ হাজার টাকা। মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভোটার তালিকা সংগ্রহ করতে হবে। শুধুমাত্র উপজেলা/পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা কাউন্সিলে প্রার্থী হতে পারবেন।

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা বা পৌর পর্যায়ের নেতা হলে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী কাউন্সিলরদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। ব্যালট পেপারে প্রার্থীর নাম ও ছবি সংযুক্ত থাকবে এবং ছবি পাশে সিল মারতে হবে। উপজেলা/পৌর বিএনপি’র কোনো নির্বাহী পদে থেকে নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগপত্র জমা দিতে হবে।

জেলা বিএনপির এই নির্বাচনে সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি ও সাংগঠনিক সম্পাদক ৩টি পদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের যেকোনো বিষয়ে কেন্দ্রীয় বিএনপির মনোনীত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। যশোর জেলা বিএনপি কার্যালয় থেকে এই নির্বাচন পরিচালিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

যশোর জেলা বিএনপি কাউন্সিল-২০২৫ নির্বাচন কমিশনের আহ্বায়ক এডভোকেট মোঃ ইসহক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর