আটক সৈয়দ রাব্বি পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ ছাদিয়ার রহমানের ছেলে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে রোববার বিকেলে লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ রাব্বি নামের যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইউসুফ শেখ পালিয়ে যায়।
উপ-পরিদর্শক আশরাফুল আলম বাদী হয়ে লোহাগড়া থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান মাদকদ্রব্য অধিদফতরের এই কর্মকর্তা।
আর কে-০৫