যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদসহ চার জেলার এসপিকে প্রত্যাহার করা হয়েছে। বাকি জেলা গুলো হচ্ছে, নোয়াখালী, কক্সবাজার ও সুনামগঞ্জ। সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে বলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।