আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ভূমি উপদেষ্টা জানান, জমির নামজারি (মিউটিশন) প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসকদের এ কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং জনগণের হয়রানি কমাতে সরকার দ্রুত ডিজিটাল পদ্ধতিতে নামজারি কার্যক্রম সম্পন্ন করছে। আগামী ১০ মার্চের মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।”
এছাড়া আসন্ন রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে প্রতিমাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানান আলী ইমাম মজুমদার। কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার, এবং ঈদে এক কোটি পরিবার বিনামূল্যে চাল পাবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভূমি উপদেষ্টা বলেন, “দেশে এখন পর্যন্ত প্রশাসনের হাত ধরেই ভালো নির্বাচন হয়েছে, আবার প্রশাসনের হাতেই খারাপ নির্বাচনও হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন আরও একটি ভালো নির্বাচন উপহার দেবে।”