খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ দিন। এবার বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যা অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ডসংখ্যক। এর ফলে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করতে হবে ৯৭ জন শিক্ষার্থীকে।
ভর্তি পরীক্ষা কেন্দ্র ও ইউনিটভিত্তিক আবেদনকারীর সংখ্যা
এবারের ভর্তি পরীক্ষায় খুলনা ছাড়াও ঢাকা ও রাজশাহীতে পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।
- ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল): আবেদন করেছেন ৪১,১৭৯ জন। এর মধ্যে ২১,৫৫০ জন ঢাকা, ১১,১৫৬ জন খুলনা ও ৮,৪৬৩ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেবেন।
- ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল): মোট আবেদনকারীর সংখ্যা ২৭,৯১৯ জন। তাদের মধ্যে ১৩,৬৮৪ জন ঢাকা, ৭,৮৪৬ জন খুলনা ও ৬,৩৮৯ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেবেন।
- ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল): আবেদন করেছেন ৩৪,৪৩৯ জন। এর মধ্যে ১২,১০৪ জন ঢাকা, ১৪,৪৮০ জন খুলনা ও ৭,৮৫৫ জন রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেবেন।
- ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল): আবেদন করেছেন ৪,১৪৮ জন। এ ইউনিটের পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছিল ১০ জানুয়ারি এবং প্রথমে শেষ হওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি, পরে সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। আগামী ১৭ এপ্রিল ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ এপ্রিল ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।