Wednesday, March 26, 2025

বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় চাঁদাবাজি-দুর্নীতি দূর করা জরুরি: অধ্যাপক গোলাম রসুল

বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে চাঁদাবাজি ও দুর্নীতি দূর করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং রাজনীতিবিদদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হতে হবে।

রোববার বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলুমপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা গোলাম ইয়াহিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুস সাত্তার, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মইন উদ্দিন এবং মাওলানা মিজানুর রহমান।

গোলাম রসুল বলেন, দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী শাসনের উদ্ভব না হয়, সে জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর