বিদেশে লোক পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ফায়ার ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ মেহেদী হাসান রুদ্র।
অভিযোগে বলা হয়েছে, রাশেদুল ইসলামের কাছ থেকে ১৮ জনকে বিদেশে পাঠানোর কথা বলে ৬৯ লাখ ৬৩ হাজার টাকা নিয়েছিলেন রুদ্র। তবে, তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি। এমনকি, ১০ জনের জন্য যে ভিসা পাঠানো হয়েছিল, তাও জাল প্রমাণিত হয়েছে। টাকা ফেরত চাইলে রুদ্র বিভিন্ন টালবাহানা শুরু করেন।
বাদীপক্ষের আইনজীবী মিলন আহমেদ জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত রুদ্র বর্তমানে পলাতক রয়েছেন।