লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত রঞ্জু মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত রঞ্জু মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত মো. বাদশা মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার কবরস্থান মসজিদে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যায় এসময় লোহাগড়া বাজারের মোবাইল ব্যবসায়ী মো.রোহান শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার পরিবারের লোকজন খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে রঞ্জু মোল্লার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রঞ্জু মোল্লার এই মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আর কে-০৩