নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ইজাজুল হাসান বাবু সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন শেষে রোববার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম মোহাম্মদসহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার বেলা ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সৈরাচারীরা সরকার তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনাদের প্রতিরোধে সেই ফ্যাসিবাদী সরকার পালিয়েছে। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতি করার অধিকার ফিরিয়ে আনতে হবে। এখন নতুন করে দেশ গড়ার সময়।
তিনি আরও বলেন, যখনই দেশের ক্রান্তিকাল সৃষ্টি হয়েছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে। রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোড়গোড়ায় যেতে হবে। এখন রাষ্ট্র পুনর্গঠন করার দায়িত্ব আমাদের। আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় ধাপে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের মোট কাউন্সিলর ছিলেন ৭০৭ জন।
সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২৩৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মনিরুল ইসলাম ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট এবং অ্যাডভোকেট মোঃ কামরুল হাসান পেয়েছেন ১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২৭২ ভোট পেয়েছেন। এছাড়া অপর প্রার্থী মোঃ টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী এস.এম ফেরদৌস রহমান কোনো ভোট পাননি।