Tuesday, March 25, 2025

যশোরে বিএনপির সম্মেলন উপলক্ষে ঈদগাহ ময়দান পরিদর্শন করলেন অনিন্দ্য ইসলাম অমিত

আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে শনিবার রাতে যশোর ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারিত ঈদগাহ ময়দানের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। এছাড়া সম্মেলনে সভাপতিত্ব করবেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা যাবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনকে সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর