Monday, April 21, 2025

যশোরে বর্ষীয়ান সাংবাদিক নেতা মন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত

যশোরের বর্ষীয়ান সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত।

সভায় বক্তারা সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মন্টু আজীবন সাংবাদিকদের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আজিজুর রহমান সবুজ দোয়া মাহফিল পরিচালনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেডিইউজের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জেডিইউজের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, দৈনিক স্পন্দনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের সাবেক সভাপতি মোহন মিঞা, জেডিইউজের নির্বাহী কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর