আগামী ১৮ ফেব্রুয়ারি টাউন হল ময়দানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ ইমরানসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়করা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে যশোর শহরে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতারা বলেন, যশোরের সমাবেশ সফল করতে ছাত্রদল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগামী দিনে বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৮ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে ছাত্রদলের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও নেতারা জানান।