Monday, April 21, 2025

যশোরে বিএনপির সমাবেশ সফল করতে লেবুতলায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

আগামী ১৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপির সমাবেশ সফল করতে লেবুতলা ইউনিয়নে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার লেবুতলা বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ লেবুতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা ১৮ ফেব্রুয়ারির সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রচারণা চালান।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর