Monday, April 21, 2025

যশোরে ডিবির অভিযানে চাকুসহ চারজন আটক

যশোরে ডিবি পুলিশের অভিযানে চাকুসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদেরকাছথেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শহরের বারান্দীপাড়া বটতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বারান্দীপাড়া বটতলা (খেজুরবাগান) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ প্রান্ত (২০), গোলাম মোস্তফার ছেলে নুরুজ্জামান সজল ওরফে সুজন (২০), পূর্ব বারান্দীপাড়া সরদারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে গোলাম রব্বানী (১৯) এবং আরবপুর সমতা স্কুলের পেছনের মৃত বাশার সিকদারের ছেলে নজরুল ইসলাম (৪২)।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বারান্দীপাড়া বটতলার মোড়ে অভিযান চালিয়ে প্রান্ত, সুজন, গোলাম রাব্বানী এবং নজরুলকে আটক করা হয়। পরে প্রান্তর কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং নজরুলের কাছ থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়। এই ঘটনায় দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর