১৮ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষে নিজেদেরকে প্রস্তুত রাখতে সভার ডাক দিয়েছে যশোর জেলা ছাত্রদল। আজ দুপুর তিনটায় লাল দিঘীরপাড়ের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ইমরান এ সভায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে