Monday, April 21, 2025

যশোরে কারবালা মসজিদের পাশে লেপ-তোষকের দোকানে অ/গ্নি/কা/ণ্ড (সরাসরি)

যশোর শহরের কারবালা মসজিদের পাশে একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো দোকানটি ভস্মীভূত হয়ে গেছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সোহেল রানা রাতদিন নিউজকে জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

যশোরে কারবালা মসজিদের পাশে লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সোহেল রানা

 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে শুধুমাত্র একটি দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে দোকানে আগুন দেখেন তারা। এরপর দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর