যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কের গোড়াপাড়া হরিজনপল্লি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক শিশুকে মারপিটকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযুক্ত এক যুবককে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানায়, হরিজন পল্লীর গলির পাশেই শিমুল এন্টার প্রাইজ নামের একটি দোকান রয়েছে। ওই দোকানের মালিক শিমুল বিভিন্ন সময় হরিজন সদস্যদের নিয়ে অশোভন মন্তব্য করেন। এছাড়া অনেকের সাথে তিনি খারাপ ব্যবহারও করেন। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে মনদ্বন্দ্ব চলে আসছিলো। এরমাঝে বৃহস্পতিবার রাতে দোকানের সামনে হরিজন সদস্য বিবেক দাসের শিশু ছেলে অনিক দাস শিমুল সাইকেল রাখা নিয়ে গোলোযোগ বাধে। এরজেরে শিমুল রেগে অনিককে বেধরক মারপিট করে। এসময় কান দিয়ে রক্তপড়তে থাকে অনিকের। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হরিজন পল্লির শতশত সদস্য এসে শিমুলের দোকানের সামনে অবরুদ্ধ করে রাখে। শিমুলের উপর হামলার চেষ্টাও করে। আটকের দাবীতে শ্লোগান দিতে থাকে। কিন্তু স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হযে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই সাথে ব্যবসায়ী শিমুলকে হেফাজতে নেয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, তুচ্ছ ঘটনার জেরে এ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে শিমুলকে থানায় আনা হয়েছে। বাদী ও বিবাদী দুইজনের বাড়িই পাশাপাশি। বিষয়টি নিয়ে দুই পক্ষ মিমাংসার চেষ্টা চলছে।