আদ্-দ্বীন ফাউন্ডেশন আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদান করার ঘোষণা দিয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন।
এই স্বাস্থ্য ক্যাম্পে ডা. আনছার আলী ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু, দন্ত, নাক-কান-গলা, মেডিসিন ও গাইনি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই মহতী উদ্যোগে অসহায় মানুষেরা উপকৃত হয়েছে এবং সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।