Monday, April 21, 2025

যশোরে অপারেশন ডেভিল হান্টের চার দিনের অভিযানে আটক ৫১

চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে যশোরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আরও ১৪ জন আটক হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ডসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে বুধবার রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোর শহরের চুড়িপট্টির সাধন রায়ের ছেলে পুলক রায়, মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের রহিম বক্স গাজীর ছেলে শরিফুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে আল আমিন হোসেন, নেহালপুরের মৃত আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান, মনোহরপুর খাকুন্দি গ্রামের মশিউর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন, অভয়নগর উপজেলার বনগ্রামের মৃত গনেশ চন্দ্র ভদ্রের ছেলে দীপঙ্কর ভদ্র, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মোড়ল পাড়ার মৃত জিয়াউর রহমান ওরফে জিয়াউল হকের ছেলে মোস্তফা হাদিউজ্জামান নয়ন, শ্রীরামপুরের মহির উদ্দিন মন্ডলের ছেলে রিপন হোসেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালীর মশিউর আলীর ছেলে রিপন আলী, মানকিয়া উত্তর পাড়ার মৃত আব্দুল গনির ছেলে লিটন মল্লিক, শার্শা উপজেলার মাটিপুকুর দক্ষিণ পাড়ার মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম, মৃত আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম, কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়াসিম ও মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান। বৃহস্পতিবার আটক সকলকে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ নিয়ে গত ৪ দিনে ৫১ জনকে আটক করা হলো। এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর