Monday, April 21, 2025

যশোরে ধর্ষনের মামলায় বিশেষ বাহিনীর সদস্যর বিরুদ্ধে চার্জশিট

যশোরে ধর্ষণের মামলায় বিশেষ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্ত আশিকুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি যশোরে বিশেষ বাহিনীতে কর্মরত। কোতোয়ালি থানার এসআই এমরানুর কবীর তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন।

আদালত সূত্র জানায়, যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এক নারী স্বামীর সাথে বসবাস করতেন। বিভিন্ন সময় আশিকুর ওই নারীর বাড়ির সামনে যেতেন ও বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন। একপর্যায় তিনি কু প্রস্তাব দেন। রাজী না হওয়ায় আশিকুর ক্ষতির পরিকল্পনা করে। সর্বশেষ গত বছরের ১৬ জানুয়ারি সন্ধা সাতটায় বাড়িতে এসে নক করে আশিক। ওই নারী দরজা খুলতেই তার মুখ চেপে ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। এসময় ওই নারী চিৎকার চেচামেচি করলে আশিকুর পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই ওই নারী কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগের প্রমান পাওয়ায় আশিকুরের বিরুদ্ধে আদালতে এ চার্জশিট জমা দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর