যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রো-ভিসি পদে একজন আওয়ামীপন্থী শিক্ষককে নিয়োগ চেষ্টার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। বুধবার রাতে যবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাবিব আহমেদ শানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেয়া হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যবিপ্রবি’র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফরিদ হাসান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসেন, গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী প্রমুখ।
রাতদিন সংবাদ/আর কে-০৫