যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
যশোরে কফিন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হামলার শিকার হয়েছে ।
আন্দোলনকারীরা জানান, এই হত্যার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এছাড়া দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ও ন্যায়বিচারের নিশ্চয়তার দাবিও উঠে এসেছে কফিন মিছিল থেকে।
এসময় উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহবায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ন আহবায়ক বিএম আকাশ, নাগরিক কমিটির সদস্য সোয়াইব হোসেন, সিহাব, নুরুজ্জামানসহ প্রমুখ।