Monday, April 21, 2025

যশোর লেবুতলা’র সাবেক চেয়ারম্যানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সরওয়ার হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ অক্টোবর সদর উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে সুমি খাতুন তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। আসামি মেহেদী হাসান বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের বজলু রহমানের ছেলে। সদর আমলী আদালতের তৎকালীন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আদেশ দিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ৮টি ধার্য্য দিন পার হয়ে গেলেও চেয়ারম্যান আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেননি। এমনকী এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতেও হাজির হননি। সর্বশেষ বুধবার ছিলো মামলার ধার্য্য দিন। কিন্তু চেয়ারম্যান আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, তৎকালীন সময়ে লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আলীমুজ্জামান মিলন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর