Monday, April 21, 2025

প্রতারণার অভিযোগে জুডিসিয়াল আদালতের প্রসেস সার্ভার সেলিম হোসেনসহ দুই জনের নিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে জুডিসিয়াল আদালতের প্রসেস সার্ভার সেলিম হোসেনসহ দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের রূপদিয়ার মকলেছুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

সেলিম হোসেন যশোর সদরের সিরাজসিঙ্গ গ্রামের মৃত নওশের আলীর ছেলে ও শহতরতলীর মুড়লির মহসিন স্কুল এলাকার বাসিন্দা হাফিজা ।

মামলার অভিযোগে জানা গেছে, মকলেসুর রহমান রূপদিয়া বাজারে তার মায়ের নামে একটি দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেন। এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন হাফিজা। দুই বছর আগে হাফেজা তাকে জানায়, তার আত্মীয় সেলিম হোসেনের মণিরামপুর কুয়াদা বাজারে একটি কফিশপ আছে। যশোর আদালতে চাকরি করায় তার পক্ষে কপি শপ চালানো সম্ভব হচ্ছেনা। তাই কপিশপটি তাকে লিজ নেয়ার প্রস্তাব দেয়া হয়। মকলেসুর আসামিদের প্রস্তাবে রাজি হয়ে বার্ষিক ছয় লাখ টাকা চুক্তিতে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছয় লাখ টাকা দেয়া হয়। এরপর আসামিরা তাকে একটি চুক্তিনামা তৈরী করে দেয়। দুইদিন পর আসামি সেলিম লিজ চুক্তিনামা ভুল হয়েছে বলে নিয়ে ছিড়ে ফেলে এবং দ্রুত নতুন চুক্তিনামা করে দেয়ার আশ^স দেয়। এরপর আসামি সেলিম ছয় লাখ টাকা গ্রহন করে কফিশপ হস্তান্তর ও নতুন চুক্তিনামা না দিয়ে ঘোরাতে থাকে। গত ৭ ফেব্রুয়ারি আসামি সেলিমের কাছে ছয় লাখ টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর