Monday, April 21, 2025

যশোরে ইয়বার মামলায় নারী মাদক ব্যবসায়ী মুমিনার ১০ বছর কারাদন্ড

ইয়াবার মামলায় মুমিনা খাতুন কাজল নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নজরুল ইসলামে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুমিনা খাতুন যশোর শহরের লালদিঘীর পূর্বপাড় এলাকার আব্দুল মজিদ শেখের মেয়ে ও মৃত অ্যাডভোকেট আজিজুর রহমানের স্ত্রী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৯ আগস্ট যশোরের ডিবি পুলিশ সদরের মন্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মুমিনা খাতুন কাজলকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনের ১৯টি প্যাকেট রাখা ৩৮শ’৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মুমিনার স্বীকারোক্তিতে পলাতক নজরুল ও জামালকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন ডিবির এসআই শামীম হোসেন । এ মামলার তদন্ত শেষে আসামি মুমিনা ও নজরুলকে অভিযুক্ত করে আদালতে ওই বছরের ৩১ অক্টোরব আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পেলেও ঠিকানা না পাওয়ায় জামালের অব্যহতির আবেদন করা হয়। দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি মুমিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুমিনা পলাতক রয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর