Monday, April 21, 2025

যশোরে অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচজন আটক

যশোরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও পাঁচজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে সাইফুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে শরিফুল ইসলাম, শার্শা উপজেলার তেবাড়ীয়া গ্রামের মৃত আনসার আলী খালাসীর ছেলে সাইদুর রহমান, বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের মৃত শেখ শওকত আলীর ছেলে মফিজুর রহমান ও সাদীপুর গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে শফিউর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।

বুধবার আটকদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর