যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি ও আলোচিত রুবেল ইসলাম ওরফে সাজ্জাদ হোসেন ওরফে জীবনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে চাঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জীবন শহরের শংকরপুর রেলবাজার এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, জিবন যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। গত ২১ জানুয়ারি রাতে শহরের মণিহার এলাকায় ক্যাফে হালাল রেস্টুরেন্টের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বর প্লেট বিহীন পিকআপ এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে ডিবি। এছাড়া, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলার তদন্তে উঠে আসে জীবনের নাম। বিষয়টি নিশ্চিত হয়ে জিবনকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।