
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল ঘোষণার পর অনিবার্য কারণবশত আজ ওই কমিটি স্থগিত করা হয়েছে। আহ্বায়ক কমিটির ব্যাপারে নেওয়া পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে।
দলীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা কৃষক দলের আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গতকাল তা বিলুপ্ত ঘোষণা করা হয়। একই বিজ্ঞপ্তিতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, শোয়েব মিনাকে সদস্যসচিব ও ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুল।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদ্য ঘোষিত ওই আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নিবেদিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সখ্য থাকা চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। অনেকেই আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে থাকা হিমায়েতের ছবি ও ভিডিও পোস্ট করে সমালোচনা করেন।
একপর্যায়ে আজ দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলায় ওই কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আর কে-১৩