বহু বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপি নেতা তুহিন মোল্যা। ১২ বছর পর লন্ডন থেকে বাড়ি ফিরেছেন তিনি। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে হাজার হাজারো অপেক্ষমান দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
তুহিন মোল্যা লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে। দেশে ফেরার পর তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। ফ্যসিস্টদের হাত থেকে দেশ এখন স্বাধীন হয়েছে। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই। আমি দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন’।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ফকির , উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল আলম, বিএনপি নেতা বাবুল মোল্যা, নাজিম উদ্দীনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।