Monday, April 21, 2025

যশোর হাসপাতালে যুবদল নেতাকর্মীদের দেখতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের হৈবতপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতাকর্মীদের দেখতে মঙ্গলবার রাতে যশোর জেনারেল হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর হাসপাতালে যুবদল নেতাকর্মীদের দেখতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিতআওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হৈবতপুর ইউনিয়ন যুবদল নেতা রাজু, শামীম ও জিয়াকে হাসপাতালে দেখতে যান তিনি। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। যুবদল নেতাকর্মীরা এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।”

যশোর হাসপাতালে যুবদল নেতাকর্মীদের দেখতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিততিনি আরও বলেন, “এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বিএনপির এই নেতা আহত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর