Monday, April 21, 2025

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের পৃথক অভিযানে আটক ৩

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-৬ এর পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলো,  যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের সামছুর রহমানের ছেলে হযরত আলী।
একই উপজেলার ইছালী গ্রামের মৃত এনামুল কবীরের ছেলে সৈকত বিন এনামুল। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশ পুর গ্রামের আরিজুল ইসলামের ছেলে নাইম ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে যশোর-মাগুরা সড়কের লেবুতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ হযরত আলী ও সৈকত বিন এনামুলকে গ্রেফতার করে।

অপরদিকে, র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে যশোর শহরের মনিহার মোড়স্থ রিয়াদ মোটরের সামনে থেকে নাইম ইসলামকে ১২১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে আলাদা দুটি মামলা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর