Monday, April 21, 2025

এমএম কলেজে শুরু হলো তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) দিনব্যাপী নানা খেলা আয়োজনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুর কাদেরসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান। মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কলেজের ১৯টি বিভাগ তাদের বিভাগের নাম নিয়ে ডিসপ্লে করে। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।

কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২৩টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত ইভেন্টে তারা অংশগ্রহণ করবে।

উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, সুস্থ দেহ গঠন, মনন ও মেধাকে শাণিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ সাধনের পাশাপাশি খেলাধুলায়ও নৈপুণ্য দেখানো প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।

এছাড়াও অনুষ্ঠানে এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু টিটোন তরফদার, বৈষম্য বিরোধী যশোরের মুখপাত্র ফাহিম আল্ ফাত্তাহ্, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাকিম, ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুস সামাদসহ কলেজের বহু সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর