যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ওয়ান নিউজ বিডি’র পক্ষ থেকে টাউন হল ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভালো কাজের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব। এই জাতীয় কাজের মাধ্যমে সমাজের আরও ১০টা মানুষ উৎসাহী হয়ে এগিয়ে আসলে কেবল সমাজের পরিবর্তনই শুধু ঘটবে না, অনেক অস্বচ্ছল মানুষ সংসারে স্বচ্ছলতা ফেরাতে পারবে। ভালো কাজের মাধ্যমে আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজ এবং সর্বোপরি নিজেদের পরিবর্তন ঘটানো যায়।
অনুষ্ঠানে ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, ইউনিটি ক্লাব বাংলাদেশের উপদেষ্টা এ কে শরফুদ্দৌলা ছোটলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।
পরে অনিন্দ্য ইসলাম অমিত অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, ইউনিটি ক্লাব বাংলাদেশের সভাপতি নুরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিটি ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল বাশার।