দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’র ঘোষনা আসলেও যশোরে এ অভিযান পরিচালনা হয়নি। কথা ছিলো সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সমন্বয়ে এ টিম পরিচালনা করবে। এসব আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে, এদিন পুলিশের ভুমিকা ছিলো অন্যদিনের তুলনায় ব্যতিক্রম।
রোববার শহর ঘুরে দেখা যায় মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এছাড়া ট্রাফিক পুলিশের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।
এ বিষয়ে জানতে যশোরে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার সাংবাদিকদের জানান, তাদের এ সংক্রান্ত নির্দেশনা আসেনি। ফলে যশোরে এ সংক্রান্ত অভিযান পরিচালনা হয়নি।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে। ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে ডেভিল হান্ট-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। তবে, সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে।