যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছেন র্যাব সদস্যরা।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মো. রাসেল জানান, তাদের ক্যাম্পের পুলিশ সুপার বদরুদ্দোজার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অভিযান চালায়। এ সময় ১টি নোহা মাইক্রোবাস থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়। তবে তিনি আটকদের পরিচয় জানতে পারেননি।